Monday, June 8, 2015

Amar Moni

সাদা পেপার রের নউকা আমার ,
একলা মাঠে ছিল দাড়িয়ে আশার,
অপেক্ষা নিরুদ্দেশের রাস্তা তে,
ঝাপসা আলো এলো তোমার।

হাসি তে এলো বৃষ্টি,
চোকে চোকে হলো সৃষ্টি,
ভেসে গেলাম পুকুরে,
অপেক্ষার ফল হলো মিষ্টি।

নৌকায় আছি আমি তুমি,
ভয় নেই আর এ নতুন ভুমি ,
নেই রে একলা আর মন আমার,
পাসে রাখব সে আমার মনি।

No comments:

Post a Comment