Friday, June 26, 2015

Amader Prothom Gaan

তোমার কথা কানে কানে,
তোমার ছবি  মনে মনে,
সুর হয়ে যায়ে শুধু এদিক উদিক ,
চল গাই একটা গান,

আমাদের প্রথম গান।

দেখি  তোমায় চুপি চুপি,
গেটের থেকে উকি উকি,
খোলা আকাশে শুধু এদিক উদিক,
গেয়ে যাই একটা গান,

আমাদের প্রথম গান। 

No comments:

Post a Comment