Friday, June 26, 2015

Amader Prothom Gaan

তোমার কথা কানে কানে,
তোমার ছবি  মনে মনে,
সুর হয়ে যায়ে শুধু এদিক উদিক ,
চল গাই একটা গান,

আমাদের প্রথম গান।

দেখি  তোমায় চুপি চুপি,
গেটের থেকে উকি উকি,
খোলা আকাশে শুধু এদিক উদিক,
গেয়ে যাই একটা গান,

আমাদের প্রথম গান। 

Monday, June 8, 2015

Amar Moni

সাদা পেপার রের নউকা আমার ,
একলা মাঠে ছিল দাড়িয়ে আশার,
অপেক্ষা নিরুদ্দেশের রাস্তা তে,
ঝাপসা আলো এলো তোমার।

হাসি তে এলো বৃষ্টি,
চোকে চোকে হলো সৃষ্টি,
ভেসে গেলাম পুকুরে,
অপেক্ষার ফল হলো মিষ্টি।

নৌকায় আছি আমি তুমি,
ভয় নেই আর এ নতুন ভুমি ,
নেই রে একলা আর মন আমার,
পাসে রাখব সে আমার মনি।